বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল
মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল। ছবি: পলাশ খান/ স্টার

মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ।

দিনের শুরুতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্বরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

জাতীয় স্মৃতিসৌধে আসেন সর্বস্তরের মানুষ
মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসেন সর্বস্তরের মানুষ। ছবি: পলাশ খান/ স্টার

এরপর একে একে জাতীয় সংসদের স্পিকার, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, মন্ত্রীপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান,  মুক্তিযোদ্ধাসহ বিদেশি কূটনীতিক এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ।

সর্বসাধারণের জন্য জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়ার পর সকাল থেকে হাজারো মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে জাতীয় স্মৃতিসৌধ এলাকা।

বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবি সংগঠন, বিভিন্ন স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

জাতীয় স্মৃতিসৌধে দুই সন্তান ও পরিবারকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বাসিন্দা শাহিনুজ্জামান।

বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ
মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। ছবি: পলাশ খান/স্টার

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রতিবছরই বিশেষ দিনগুলোতে আমি পরিবারের সদস্যদের নিয়ে এখানে আসি। এবার ৭ বছর ও ৫ বছর বয়সী দুই সন্তানকে নিয়ে এসেছি।'

তিনি বলেন, '২৬শে মার্চ, ১৬ই ডিসেম্বর, আমাদের দেশের ইতিহাসের সাথে এই দিনগুলো জড়িত। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যদি এই দিনগুলো সম্পর্কে জানতে না পারে, কীভাবে জাতি এই দিনগুলো উদযাপন করে তা না দেখতে পায়, তাহলে দেশের প্রতি তাদের সেই ভালোবাসা, মমত্ববোধ গড়ে উঠবে না। এ কারনেই পরিবারের সদস্যদের নিয়ে এই দিনে এখানে আসা।'

বাবা মায়ের সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে এসেছিল তৃতীয় শ্রেণিতে পড়ুয়া স্নেহা দত্ত।

স্নেহা দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাবা মায়ের সঙ্গে স্মৃতিসৌধে এসেছি। শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছি। খুব ভালো লাগছে।'

ধামরাই থেকে সন্তানদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানাতে এসেছিলেন জাহানার।

বীর শহীদদের প্রতি ফুলের শ্রদ্ধা
মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। ছবি: পলাশ খান/স্টার

তিনি বলেন, 'বিশেষ এই দিনগুলোতে সন্তানদের এখানে নিয়ে আসা আমাদের দায়িত্ব। কেননা এখানে আসার পর এই বিশাল আয়োজন দেখে তাদের মধ্যে কৌতুহল তৈরি হবে দেশের ইতিহাস সম্পর্কে জানার, আর যখন তারা দেশের ইতিহাস সম্পর্কে জানতে পারবে, তখন দেশের প্রতিও তাদের ভালোবাসা ও সম্মান গভীর হবে।'

Comments

The Daily Star  | English

1,500 dead, nearly 20,000 injured in July uprising: Yunus

He announced plans to demand the extradition of deposed dictator Sheikh Hasina from India

1h ago