ঢাকা-ময়মনসিংহ রুটে বিকল্প উপায়ে ট্রেন চলাচল শুরু

ময়মনসিংহ অঞ্চলের ট্রেনগুলো এখন ঢাকা-বিমানবন্দর-টঙ্গী-ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে চলাচল করছে।
ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু
গাজীপুরের বনখুড়িয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে লাইনচ্যুত মোহনগঞ্জ এক্সপ্রেস। ছবি: স্টার

গাজীপুরের ভাওয়াল রেল স্টেশন এলাকায় ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায়  ঢাকা-ময়মনসিংহ রুটে চলা ট্রেনগুলো রুট পরিবর্তন করে বিকল্প উপায়ে চলাচল করছে।

জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ হানিফ আলী জানান, ময়মনসিংহ অঞ্চলের ট্রেনগুলো এখন ঢাকা-বিমানবন্দর-টঙ্গী-ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে চলাচল করছে।

কমপক্ষে ৯টি ট্রেন ওই রুটে চলাচল করে। রেল কর্মকর্তারা জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে সময়সূচি ব্যাহত হয়েছে।

গাজীপুরের বনখুড়িয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেলপথ দূর্বৃত্তরা কেটেছে বলে অভিযোগ উঠেছে। এ কারণে মোহনগঞ্জ এক্সপ্রেসের সাত বগি লাইনচ্যুত হলে অন্তত একজন নিহত হয়েছেন। কমপক্ষে ১১ জন আহত হয়েছেন।

এদিকে ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে গাজীপুর জেলা প্রশাসন। ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক আবুল ফতেহ মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Comments

The Daily Star  | English

How the US Supreme Court brought America closer to becoming an autocracy

The US Supreme Court has ruled that presidents are immune from prosecution for "official" actions that are within the powers afforded to them under the US constitution

2h ago