ঢাকা-ময়মনসিংহ রুটে বিকল্প উপায়ে ট্রেন চলাচল শুরু

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু
গাজীপুরের বনখুড়িয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে লাইনচ্যুত মোহনগঞ্জ এক্সপ্রেস। ছবি: স্টার

গাজীপুরের ভাওয়াল রেল স্টেশন এলাকায় ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায়  ঢাকা-ময়মনসিংহ রুটে চলা ট্রেনগুলো রুট পরিবর্তন করে বিকল্প উপায়ে চলাচল করছে।

জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ হানিফ আলী জানান, ময়মনসিংহ অঞ্চলের ট্রেনগুলো এখন ঢাকা-বিমানবন্দর-টঙ্গী-ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে চলাচল করছে।

কমপক্ষে ৯টি ট্রেন ওই রুটে চলাচল করে। রেল কর্মকর্তারা জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে সময়সূচি ব্যাহত হয়েছে।

গাজীপুরের বনখুড়িয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেলপথ দূর্বৃত্তরা কেটেছে বলে অভিযোগ উঠেছে। এ কারণে মোহনগঞ্জ এক্সপ্রেসের সাত বগি লাইনচ্যুত হলে অন্তত একজন নিহত হয়েছেন। কমপক্ষে ১১ জন আহত হয়েছেন।

এদিকে ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে গাজীপুর জেলা প্রশাসন। ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক আবুল ফতেহ মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Comments

The Daily Star  | English
The Indian media and Bangladesh-India relations

The Indian media and Bangladesh-India relations

The bilateral relationship must be based on a "win-win" policy, rooted in mutual respect, non-hegemony, and the pursuit of shared prosperity and deeper understanding.

9h ago