পেট্রল পাম্প থেকে বোতলে তেল বিক্রি বন্ধের নির্দেশ ডিএমপির

বিএনপি ও সমমনা দলগুলোর অবরোধের মধ্যে বাসে আগুন দেওয়া বন্ধে সংশ্লিষ্ট থানার ওসির অনুমতি ছাড়া বোতল ও কনটেইনারে জ্বালানি তেল বিক্রি বন্ধ করতে পেট্রোল পাম্পগুলোকে নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
স্টার ফাইল ছবি

বিএনপি ও সমমনা দলগুলোর অবরোধের মধ্যে বাসে আগুন দেওয়া বন্ধে সংশ্লিষ্ট থানার ওসির অনুমতি ছাড়া বোতল ও কনটেইনারে জ্বালানি তেল বিক্রি বন্ধ করতে পেট্রোল পাম্পগুলোকে নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

খোলা তেল বিক্রি করা হলে ক্রেতার নাম লিখে রাখতে হবে পাম্প কর্তৃপক্ষকে।

এ ব্যাপারে ডিএমপির কমিশনার হাবিবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, কনটেইনারে তেল বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে নির্দেশ দিয়েছি আমরা।

বাড়ি, কারখানা, নির্মাণ কাজ ও অন্যান্য প্রতিষ্ঠানে জেনারেটর চালানোর জন্য তেল পাওয়া যাবে কীভাবে জানতে চাইলে তিনি বলেন, বাড়ি বা কারখানা পরিদর্শন করে পুলিশ নিরাপত্তা ছাড়পত্র দেবে।

এ সংক্রান্ত নির্দেশনায় ডিএমপি প্রধান বলেছেন, তেলের পাম্প ও সিএনজি স্টেশনে অগ্নিসংযোগ ও ভাঙচুর ঠেকাতে ইতোমধ্যে এসব স্থাপনার নিরাপত্তা ও নজরদারি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানার ওসি এবং উপকমিশনাররা তাদের আওতাধীন এলাকার পেট্রল পাম্প ও সিএনজি স্টেশনের মালিকদের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে জানান তিনি।

পাম্প মালিকদের তাদের নিজস্ব লোকবল দিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে রাতে ভিডিও ধারণে সক্ষম এমন সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। ক্যামেরার ফুটেজ সংরক্ষণে ডিভিআর যন্ত্র সুরক্ষিত জায়গায় রাখতে হবে।

এ ব্যাপারে রামপুরা থানার ওসি মশিউর রহমানের কাছে জানতে চাইলে তিনি এই নির্দেশনা পাওয়ার কথা দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

Comments