রূপপুর পৌঁছেছে প্রথম ইউনিটের পারমাণবিক জ্বালানির শেষ চালান
রূপপুর পারমাণবিক বিদ্যুৎপ্রকল্পের প্রথম ইউনিটের ফ্রেশ পারমাণবিক জ্বালানির (ইউরেনিয়াম) সপ্তম ও শেষ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আজ শুক্রবার সকালে রূপপুরে পৌঁছায় এ চালান।
প্রকল্পের সাইট অফিস ইনচার্জ রুহুল কুদ্দুস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রাত ২টার দিকে জ্বালানিবাহী বিশেষ বহর ঢাকা বিমানবন্দর থেকে প্রকল্প এলাকার উদ্দেশে যাত্রা করে। প্রকল্প এলাকার রাস্তায় গড়ে তোলা হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
এর মধ্য দিয়ে প্রথম ইউনিটের জন্য ৭টি ব্যাচের ১৬৮টি আস্যাম্বলড ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল প্রকল্প এলাকায় এসে পৌঁছাল বলে প্রকল্প সূত্র জানিয়েছে।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর পারমানবিক জ্বালানির প্রথম চালান প্রকল্প এলাকায় পৌছায়।
জ্বালানি প্রকল্প এলাকায় পৌঁছানর পর সেগুলো আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আনলোড, যাচাই-বাছাই এবং পরিমাপ করে সংরক্ষণ করা হচ্ছে বলে জানান প্রকল্পের শীর্ষ কর্মকর্তারা।
এদিকে পারমানবিক জ্বালানি পরিবহনের জন্য শুক্রবার সকালে প্রকল্প এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়। পারমানবিক জ্বালানি পরিবহনের সময় যানবাহন চলাচল বন্ধ রাখা হয়।
Comments