আনসার বিল পাস, থাকছে না গ্রেপ্তার-জব্দের ক্ষমতা
![সংসদ সংসদ](https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2022/06/27/national_parliament_2.jpg)
জাতীয় সংসদে 'আনসার ব্যাটালিয়ন বিল ২০২৩' পাস হয়েছে। তবে বিলে আনসারকে আটক, গ্রেপ্তার বা জব্দ করার ক্ষমতা দেওয়ার প্রস্তাব বাতিল করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিলটি উত্থাপন করেন। পরে সেটি কণ্ঠভোটে পাস হয়।
গত ২৩ অক্টোবর বিলটি সংসদে পেশ করা হয়। পরে পুলিশসহ বিভিন্ন মহলের সমালোচনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বিলের ৭ ও ৮ নং ধারায় সংশোধনের সুপারিশ করে।
বিলের ৮ ধারায় বলা হয়েছিল, কোনো আনসার সদস্যের সামনে কোনো অপরাধ সংঘটিত হলে, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমোদনক্রমে অপরাধীকে গ্রেপ্তার করে অবিলম্বে পুলিশের কাছে হস্তান্তর করতে হবে।
এছাড়া বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা সংশ্লিষ্ট কর্মকর্তার নির্দেশ অনুসারে আনসার সদস্য আটককৃতকে তল্লাশি করতে পারবেন এবং যেকোনো স্থানে প্রবেশ করে তল্লাশি ও মালামাল জব্দ করতে পারবেন।
সংসদীয় কমিটি সূত্রে জানা গেছে, পুলিশ এই ধারাটি সংশোধনের প্রস্তাব করে এবং পরে কমিটি সংশোধনের সুপারিশ করে।
আনসার ব্যাটালিয়নের দায়িত্ব সংক্রান্ত বিলের ৭ ধারায় বলা হয়েছে, জননিরাপত্তা সংক্রান্ত যে কোনো কাজে সরকার বা সরকারের অনুমোদন সাপেক্ষে দায়িত্ব পালন করবে।
কমিটির প্রস্তাব অনুযায়ী, আনসার ব্যাটালিয়ন 'দায়িত্ব পালনে সহায়তা' করবে।
Comments