সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ ৯২ হাজার টাকা কমল

hajj
ফাইল ছবি

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার সাধারণ প্যাকেজের মূল্য পাঁচ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর বিশেষ প্যাকেজের মূল্য নয় লাখ ৩৬ হাজার ৩২০ টাকা।

আজ বৃহস্পতিবার নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে 'হজ প্যাকেজ-২০২৪' ঘোষণা করেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

তিনি জানান, চাঁদ দেখা সাপেক্ষে ২০২৪ সালের ১৬ জুন হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে হজ করতে পারবেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। তাদের মধ্যে সরকারি মাধ্যমে হজ করতে পারবেন ১০ হাজার ১৯৮ জন এবং বেসরকারি এজেন্সির মাধ্যমে হজ করতে পারবেন এক লাখ ১৭ হাজার জন।

গত বছরও একই পরিমাণ মানুষ বাংলাদেশ থেকে হজ করতে যাওয়ার কোটা ছিল। কিন্তু সেবার কোটার চেয়েও প্রায় পাঁচ হাজার কম হজযাত্রী সৌদি আরবে যান।

এর আগে গত বছর সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের খরচ ছয় লাখ ৮৩ হাজার ১৫ টাকা ঘোষণা করা হয়। পরে সমালোচনার মুখে তা ১১ হাজার ৭২৫ টাকা কমিয়ে ছয় লাখ ৭১ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়। সেই হিসাবে এবার সরকারি ব্যবস্থাপনায় হজের সাধারণ প্যাকেজের মূল্য গতবারের তুলনায় ৯২ হাজার ৪৫০ টাকা কম।

দ্রুত বিজ্ঞপ্তি দেওয়ার মাধ্যমে হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম শুরু করা হবে বলেও জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

আগামী ১ মার্চ থেকে হজের ভিসা ইস্যু এবং ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হবে।

বিমান ভাড়াও এবার দুই হাজার ৯৯৭ টাকা কমিয়ে এক লাখ ৯৪ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

7h ago