বঙ্গবন্ধু টানেল: ৩৬ ঘণ্টায় ১৯ লাখ ১৫ হাজার টাকার টোল আদায়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কর্তৃপক্ষ গত ৩৬ ঘণ্টায় ৮ হাজার ৬৩৪টি যানবাহন থেকে মোট ১৯ লাখ ১৪ হাজার ৭০০ টাকার টোল আদায় করেছে।

প্রায় ১১ হাজার কোটি টাকা ব্যয়ে ৩ দশমিক ৩১৫ কিলোমিটার দীর্ঘ এই টানেলটি গত রোববার সকাল ৬টা থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

প্রকল্পটির উপ-প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'রোববার ২৪ ঘণ্টায় ৫ হাজার ৪২৯টি গাড়ি থেকে ১২ লাখ ১৩ হাজার ৩৫০ টাকা এবং আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টায় ৩ হাজার ২০৫টি গাড়ির কাছ থেকে ৭ লাখ ১ হাজার ৩৫০ টাকা আদায় করা হয়েছে।'

প্রত্যাশার তুলনায় কম যানবাহন পারাপার প্রসঙ্গে তিনি বলেন, 'রোববার হরতালের কারণে প্রত্যাশার চেয়ে কম গাড়ি পার হয়েছে। আবার মঙ্গলবার থেকে তিন দিন অবরোধের কারণেও টানেলের মধ্য দিয়ে প্রত্যাশিত পরিমাণ যানবাহন চলাচল করবে না। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে যানবাহন চলাচল বাড়বে বলে আশা করছি।'

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

1h ago