কূটনীতিক, জাতিসংঘ সংস্থাকে দেশের পরিস্থিতি জানাবেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। স্টার ফাইল ফটো

ঢাকায় অবস্থানরত কূটনীতিক, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করবে সরকার।

আজ সোমবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বিকাল ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিকদের ব্রিফ করবেন।

ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদের ঊর্ধ্বতন সদস্য ও সরকারি কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

Comments

The Daily Star  | English

Cops get whole set of new uniforms

The Inspector General of Police (IGP) has issued a comprehensive new dress code titled Police Dress Rules, 2025, detailing rank-wise uniforms and accessories for all Bangladesh Police members.

5h ago