রোববার হরতালে ঢাকাসহ সারাদেশে বাস চলবে: পরিবহন মালিক সমিতি
আগামীকাল রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। কিন্তু হরতালের এ ঘোষণা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
আজ শনিবার সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিএনপির ডাকা আগামীকালের হরতালে ঢাকা শহর, শহরতলী ও আন্তঃজেলা রুটে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে।'
পাশাপাশি ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, হরতালের বিষয়ে সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকার পরিবহন কোম্পানি, রুট মালিক সমিতি ও শ্রমিক নেতাদের সঙ্গে তাৎক্ষণিক আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামীকাল হরতালে ঢাকা শহর ও শহরতলী এবং আন্তঃজেলা রুটে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে।
মালিক সমিতির নেতারা সব রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য সমিতি ও কোম্পানিভুক্ত মালিকদের অনুরোধ জানান।
গাড়ি চলাচল যেন বাধাগ্রস্ত না হয়, এজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে মালিক সমিতি।
রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ ছিল বিএনপির। এ সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপি নেতাকর্মীরা।
পরে নয়াপল্টন থেকে পুলিশ বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দিলে, বিএনপি আগামীকাল সারাদেশে হরতালের আহ্বান জানায় পুলিশ।
Comments