আমিনবাজার

তল্লাশি ছাড়াই ঢাকায় ঢুকছে আওয়ামী লীগের নেতাকর্মী বহনকারী গাড়ি

সাভার আওয়ামী লীগ
তল্লাশি ছাড়াই আমিনবাজার চেকপোস্ট পার হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী বহনকারী গাড়ি। ছবি: স্টার

গণপরিবহনগুলোর যাত্রীরা রাজধানীর প্রবেশ মুখ আমিনবাজারে আজ শনিবার সকাল থেকেই তল্লাশি ও হয়রানির শিকার হলেও কোনো প্রকার তল্লাশি ছাড়াই চেকপোস্ট দিয়ে ঢাকায় ঢুকছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মী বহনকারী শত শত গাড়ি।

আজ সকাল সাড়ে ১১টা থেকে আওয়ামী লীগের 'শান্তি ও উন্নয়ন সমাবেশে' যোগ দিতে নেতাকর্মী বহনকারী পরিবহনগুলো চেকপোস্ট পার হতে শুরু করে।

সরেজমিনে দেখা গেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগের ব্যানার ও স্লোগান দেওয়া গাড়িগুলো তল্লাশি করছে না পুলিশ।

আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা ইতোমধ্যে সমাবেশের কাছাকাছি চলে আসেছি৷'

রাস্তায় পুলিশের চেকপোস্টে আপনাদের গাড়ি চেক করা হয়েছিল কি?—এর জবাবে তিনি বলেন, 'চেকপোস্ট ছিল। কিন্তু, আমাদের চেকপোস্টে চেক করেনি৷'

সব গণপরিবহনের যাত্রীদের চেকপোস্টে তল্লাশি করা হলেও আওয়ামী লীগের নেতাকর্মীবাহী যানবাহনে তল্লাশি করা হচ্ছে না—এ প্রসঙ্গে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহিল কাফি দ্য ডেইলি স্টারকে বলেন, 'বেশকিছু জায়গায় আমাদের চেকপোস্ট আছে। চেকপোস্ট কার্যক্রম চালানো হচ্ছে। সব যানবাহনেই তল্লাশি করা হচ্ছে।'

Comments

The Daily Star  | English

80% of jewellers remain outside VAT net

Only 8,000 gold ornament shops out of a total of 40,000 stores are under the VAT net currently

14h ago