২০২৪ সালে সরকারি ছুটি ২২ দিন

আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ২০২৪ সালে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি ছাড়া সরকারি ছুটি থাকবে মোট ২২ দিন। এর মধ্যে দুদিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে। 

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রলালয়ের বিধি-৪ শাখার উপসচিব সোনিয়া হাসানের সই করা এক প্রজ্ঞাপনে তালিকাটি প্রকাশ করা হয়েছে।

এর আগে গত সোমবার মন্ত্রিসভা বৈঠকে ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। প্রতি বছর সেপ্টেম্বর-অক্টোবর মাসে পরবর্তী বছরের সরকারি ছুটির তালিকা প্রকাশ করা হয়।

উল্লেখ্য, চলতি বছর ২২ দিন সরকারি ছুটি থাকলেও এর মধ্যে সাপ্তাহিক ছুটি পড়েছে ৮ দিন।
 

 

Comments

The Daily Star  | English

Trump puts 35% tariff on Canada, eyes 15%-20% tariffs for others

“We're just going to say all of the remaining countries are going to pay, whether it’s 20% or 15%. We’ll work that out now,” Trump says

2h ago