২০২৪ সালে সরকারি ছুটি ২২ দিন

আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ২০২৪ সালে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি ছাড়া সরকারি ছুটি থাকবে মোট ২২ দিন। এর মধ্যে দুদিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে। 

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রলালয়ের বিধি-৪ শাখার উপসচিব সোনিয়া হাসানের সই করা এক প্রজ্ঞাপনে তালিকাটি প্রকাশ করা হয়েছে।

এর আগে গত সোমবার মন্ত্রিসভা বৈঠকে ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। প্রতি বছর সেপ্টেম্বর-অক্টোবর মাসে পরবর্তী বছরের সরকারি ছুটির তালিকা প্রকাশ করা হয়।

উল্লেখ্য, চলতি বছর ২২ দিন সরকারি ছুটি থাকলেও এর মধ্যে সাপ্তাহিক ছুটি পড়েছে ৮ দিন।
 

 

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

6h ago