ইঞ্জিন লাইনচ্যুতির ৮ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল চলাচল স্বাভাবিক

সকাল ১১টার দিকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ঢাকা-টঙ্গী-চট্টগ্রাম রেলরুটে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। ছবি: সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ঢাকা-টঙ্গী-চট্টগ্রাম রেলরুটে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় ৮ ঘণ্টা এ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।

ট্রেনটি উদ্ধারের পর আজ রোববার রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

পূবাইল স্টেশনের লাইনম্যান সাইফুল ইসলাম ও টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ছোটন শর্মা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সকাল ১১টার দিকে ঘোড়াশাল-আঁড়িখোলার মাঝামাঝি স্থানে ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার পর একটি লাইন বন্ধ করা হয়। এতে টঙ্গী, পূবাইল, নরসিংদীসহ বেশ কিছু স্টেশনে আটকা পড়েন অসংখ্য যাত্রী।

রেলপুলিশের এসআই ছোটন শর্মা বলেন, 'ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে   উদ্ধারকাজ চালিয়েছে।'

লাইনম্যান সাইফুল ইসলাম জানান, রাত ৮টায় ইঞ্জিন উদ্ধারের কাজ শেষ হয়েছে। এখন দুই লাইন দিয়েই ট্রেন চলাচল শুরু হয়েছে।

Comments

The Daily Star  | English

ICT cases over July atrocities: Two-thirds of 206 accused absconding

Law enforcers have managed to arrest only 73 out of the 206 accused after the ICT issued warrants for their arrests

9h ago