শ্যামলীতে সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

শ্যামলী সিনেমা হলের সামনে শ্রমিকদের অবস্থান। ছবি: জাহিদ আকবর/স্টার

তিন মাসের বকেয়া পাওনার দাবিতে রাজধানীর শ্যামলীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

আজ সোমবার দুপুর দেড়টার দিকে শ্যামলী সিনেমা হলের সামনের সড়কের দুই পাশ অবরোধ করেন তারা। বিকেল ৩টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সেখানে অবস্থান করছিলেন।

এতে সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পথচারীরা। আশপাশের এলাকাগুলোতে তৈরি হয়েছে তীব্র যানজট।

সেখানে অবস্থানরত শ্রমিকরা জানান, এর আগে বকেয়া পাওনা পরিশোধের জন্য গার্মেন্টস কর্তৃপক্ষ তাদের দুই দফা তারিখ দিয়েছে। কিন্তু সে অনুসারে তারা পাওনা পরিশোধ করেনি। তাই বাধ্য হয়ে তারা আজ সড়কে অবস্থান নিয়েছেন।

Comments