পিরোজপুরে দেলাওয়ার হোসাইন সাঈদীর দাফন
দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীকে পিরোজপুরে দাফন করা হয়েছে।
আজ মঙ্গলবার পিরোজপুর শহরে সাঈদী ফাউন্ডেশন প্রাঙ্গণে জানাজা শেষে বিকেল ৩টার দিকে বড় ছেলে রফিক বিন সাঈদীর কবরের পাশে সাঈদীকে দাফন করা হয়।
এর আগে সকাল ১০টার দিকে সাঈদীর মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স পিরোজপুর পৌঁছায়।
তার দুই ছেলে শামীম সাঈদী ও মাসুদ সাঈদী পিরোজপুরে পৌঁছানোর পর দুপুর সোয়া ১টার দিকে সাঈদীর জানাজা হয়।
এদিকে, দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে পিরোজপুর শহরে সকাল থেকেই পুলিশ, এপিবিএন সদস্য ও র্যাব মোতায়েন ছিল।
সোমবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মারা যান সাঈদী।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনালে সাঈদীর বিরুদ্ধে গঠিত ২০টি অভিযোগের মধ্যে ৮টি প্রমাণিত হয়। রায়ের পর দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালায় জামায়াত-শিবির।
আপিল শুনানির পর ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন আপিল বিভাগ।
Comments