পুলিশের ধাওয়ায় মৃত্যু: বরিশালে এসআইসহ ৪ সদস্য ক্লোজড

গৌরনদী মডেল থানা, বরিশাল। ছবি: সংগৃহীত

বরিশালে পুলিশের ধাওয়ায় একজনের মৃত্যুর অভিযোগে গৌরনদী মডেল থানার ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হক সিকদার, কনস্টেবল ইসমাইল হোসেন, তরিকুল ইসলাম ও জিহাদ হোসেন (পিকআপ চালক)।

আজ শুক্রবার গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখী জানান, ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. শাহজাহানকে আহ্বায়ক করে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।  

গত ১১ জুলাই বরিশালের উপজেলার রাজিহার ইউনিয়নের ভাল্লুকশী গ্রামে তাস খেলার আসরে পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে মারা যান রফিক হাওলাদার (৪৮)।  

Comments

The Daily Star  | English

Jamaat rally commences at Suhrawardy Udyan

Supporters continued to arrive at the venue in processions, chanting slogans and carrying banners in support of the demands

32m ago