মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক

ডিজিটাল নিরাপত্তা আইন সেপ্টেম্বরের মধ্যে সংশোধন হবে: আইনমন্ত্রী

সচিবালয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হকের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক। ছবি: পিআইডি

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, গাজীপুরের শ্রমিক নেতা শহিদুল ইসলাম হত্যার সুষ্ঠু তদন্ত চেয়েছে বাংলাদেশ সফররত মার্কিন প্রতিনিধি দল।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক জনগণের নিরাপত্তাবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এ কথা জানান।

প্রতিনিধি দলে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) এশিয়া ব্যুরোর উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর উপস্থিত ছিলেন।

আনিসুল হক বলেন, 'তারা শহিদুল ইসলামের (গাজীপুরের শ্রমিক নেতা) মৃত্যু নিয়ে কথা বলেছেন। ‌আমি এ কথাটাই বলেছি। এই পরিপ্রেক্ষিতে সাধারণত যেটি আলাপ করার সেই আলাপই করেছি।'

আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, 'বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের কথা হয়নি। তারাও জিজ্ঞাসা করেনি, আমারও বলার প্রয়োজন হয়নি।'

তিনি বলেন, 'ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কথা হয়েছে। এ আইন নিয়ে আমি আগে যে কথা বলেছি, ঠিক সেই কথাগুলো উনাদের আজকে বলেছি। আগের মতোই বলেছি ডিজিটাল নিরাপত্তা আইন সেপ্টেম্বরের মধ্যে সংশোধন করা হবে।'

তিনি আরও বলেন, 'তারা পরিষ্কারভাবেই বলেছেন, ওনারা সব দেশেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চান। গতকাল আমার সচিব ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) টিমকে যেভাবে বলেছে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার যে আইনি কাঠামো সেটা বাংলাদেশে আছে। যে আইনগুলো এ ব্যাপারে সহায়ক আমি সেই আইনগুলোর কথা উল্লেখ করেছি।'

আনিসুল হক আরও বলেন, 'আমরা সংবিধানের ১১৮ অনুচ্ছেদের ক্ষমতা বলে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের যে আইনটি করেছি, সেটা সম্বন্ধে কথা বলেছি। এটাও বলেছি গত ৫০ বছরে বাংলাদেশে এ আইন হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এই আইন করেছে। এ ছাড়া, এই উপমহাদেশের অন্য কোনো দেশে এই আইন নেই, সেটাও আমি বলেছি।'

তিনি আরও বলেন, 'তারা কিছু কিছু বিষয়ে কথা বলেছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। সেসব বিষয়ে তারা শুধু এটুকু বলেছেন, সুষ্ঠু তদন্ত হলে সেটা ভালো। আমি তাদের অত্যন্ত পরিষ্কারভাবে বলেছি, বাংলাদেশে আগের সংস্কৃতি নেই যে, বিচার হবে না। বাংলাদেশে এখন যেকোনো অপরাধের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার হয় এবং তাই হবে।'

মানবাধিকার নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান আইনমন্ত্রী।

উল্লেখ্য, ঈদের আগে গত ২৫ জুলাই শ্রমিকদের বেতন–ভাতা আদায়ে আরও দুই শ্রমিক নেতাকে নিয়ে গাজীপুরের টঙ্গীর প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেডে গিয়েছিলেন শহিদুল ইসলাম। কারখানা থেকে বেরিয়ে কিছুদূর যাওয়ার পরেই তাদের ওপর হামলা করা হয়। এ হামলায় প্রাণ হারান শহিদুল।

Comments

The Daily Star  | English

Nahid warns against media intimidation, vows stern action

The government will take stern action against those trying to incite violence or exert undue pressure on the media or newspapers, said Information Adviser Nahid Islam today

13m ago