খন্দকার মোশাররফের ব্রেনে টিউমার ধরা পড়েছে

খন্দকার মোশাররফ হোসেন। স্টার ফাইল ছবি

সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের ব্রেনে টিউমার ধরা পড়েছে।

আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ইউ শেন শাই বলেছেন, খন্দকার মোশাররফ হোসেনের ব্রেনের বর্হিভাগে একটি 'স্ফেনয়েড উইং মেনিনজিওমা' টিউমার রয়েছে। এজন্য তাকে ওই হাসপাতালে পরীক্ষা-নিরিক্ষা করা হয়েছে। তাকে অস্ত্রোপচার অথবা আপফ্রন্ট রেডিওথেরাপির কথা বলা হয়েছিল। তার স্বাস্থ্যগত অবস্থার সঙ্গে সম্পর্কিত উচ্চতর অস্ত্রোপচার ও জেনারেল এনেসথিসিয়ার ঝুঁকি থাকার কারণে তাকে আপফ্রন্ট রেডিওথেরাপির মাধ্যমে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্রেন স্ট্রোক করে গত ১৮ জুন থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খন্দকার মোশাররফ। এভারকেয়ারের হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য গত ২৭ জুন সকাল সাড়ে ৮টায় তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেন।

Comments

The Daily Star  | English

2 out 3 think civil servants behave like rulers

Over half the people say bribes are the only way to get the job done at govt offices

10h ago