মেঘনা সেতু থেকে ঢাকা পর্যন্ত যান চলাচলে ধীরগতি

যানজট
ভবেরচর থেকে শুরু হয়ে এ যানজট যাত্রাবাড়ী ফ্লাইওভার পর্যন্ত পৌঁছেছে। ছবি: সংগৃহীত

ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতি সেতুর পশ্চিমে প্রায় ৩০ কিলোমিটার অংশে যানজট দেখা গেছে। 

আজ সোমবার বিকেল থেকে ভবেরচর থেকে মেঘনার পরের অংশে ঢাকামুখী সড়কে এ যানজট দেখা যায়।

সড়কের বিভিন্ন স্থানে গাড়ি থামার কারণে এ জট তৈরি হয়েছে বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে। এতে মহাসড়কে ধীর গতি যানবাহন চলাচল করছে।

পুলিশ জানায়, পুরো মহাসড়ক জুড়েই বেশি যানবাহন দেখা গেছে। বিশেষ করে কাভার্ড ভ্যানসহ গরুবোঝাই পিকআপ বেশি।

ভবেরচর হাইওয়ে থানার উপপরিদর্শক জনাব সফিউল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাস্তায় গাড়ি বেশি। মানুষের সড়ক পার হওয়ার কারণে গাড়ি থেমে যায় তাই একটু জটলা।' 

গরুর বাজারের জন্য এ জট নয় বলে মন্তব্য করেন তিনি। 

ভবেরচর হাইওয়ে থানার ওসি এ এস এম রাশেদুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'ভবেরচরের সামনে ইউটার্নের জায়গাটি ব্লক ছিল। তাই সড়ক ও জনপথ এই ইউটার্ন বন্ধ না করলে রাস্তায় যানজটের সৃষ্টি হবে।'

Comments

The Daily Star  | English

Jatrabari turns into battlefield as students clash

Students of three colleges clashed at Dhaka's Jatrabari today, turning the area into a battlefield

37m ago