চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

ছবি: সংগৃহীত

দেশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

আগামী ২৯ জুন দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

আজ সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটি এ তথ্য নিশ্চিত করেছে।

জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন সংস্থার অফিস থেকে পাওয়া তথ্য ও প্রতিবেদনের মূল্যায়নের পরে এ সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা পালিত হয়। 

মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনেইতেও ২৯ জুন ঈদুল আজহা পালিত হবে। তবে সৌদি আরবে ঈদ উদযাপিত হবে ২৮ জুন।

ঈদুল আজহা বেশি পরিচিত কোরবানির ঈদ নামে। পশু কোরবানির মাধ্যমে মুসলমানরা এই ঈদ উদযাপন করে থাকেন।

Comments