জনপ্রশাসনে সাড়ে ৩ লাখ পদ শূন্য

জনপ্রশাসন মন্ত্রণালয়
জনপ্রশাসন মন্ত্রণালয়

জনপ্রশাসনে বর্তমানে ৩ লাখ ৫৫ হাজার ৮৫৪টি পদ শূন্য আছে বলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন।

আজ সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

প্রতিমন্ত্রী জানান, দেশের সব মন্ত্রণালয়, অধিদপ্তর ও মাঠ প্রশাসনে ৩ লাখ ৫৫ হাজার ৮৫৪টি পদ শূন্য আছে। 

প্রতিমন্ত্রীর তথ্য অনুযায়ী, জনপ্রশাসনে অনুমোদিত পদ ১৪ লাখ ৯ লাখ ৬০৬টি। এর মধ্যে কর্মরত আছেন ১০ লাখ ৪৫ হাজার ৬৪০ জন।

সরকারি দপ্তরে শূন্য পদ পূরণ চলমান আছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে শূন্য পদ পূরণে সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তরে নিয়োগ প্রক্রিয়া চলছে। 

কর্মচারীদের নিয়মিত অবসর ও নতুন পদ সৃষ্টির জন্য সাধারণত পদ শূন্য হয় বলে জানান তিনি।

বিশেষ কিছু ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞার কারণে তাৎক্ষণিকভাবে এসব পদ পূরণ করা সম্ভব হয় না বলেও উল্লেখ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

20m ago