সেলিব্রাল পালসিতে আক্রান্ত তাবিথের চিকিৎসা কি থেমে থাকবে

মো. তাবিথ আল নাহিয়ান। ছবি: সংগৃহীত

৫ বছর বয়সী মো. তাবিথ আল নাহিয়ান স্নায়ুতন্ত্রের রোগ সেরিব্রাল পালসিতে (সিপি) আক্রান্ত।

এই বয়সের আর ১০টা শিশুর মতো তাবিথ হাঁটতে পারে না। কথা বলাসহ অন্যান্য স্বাভাবিক কর্মকাণ্ডেও তার আড়ষ্টতা আছে।

তাবিথের বাবা মো. নাঈম তুঘলিল জানান, তাকে স্বাভাবিক করে তোলার জন্য ওষুধ খাওয়ানোর পাশাপাশি নিয়মিত থেরাপি দিতে হয়। প্রতি মাসে তার চিকিৎসার পেছনে খরচ হয় ৬০ হাজার টাকার মতো। ৩ বছর বয়সে তার এই রোগ ধরা পড়ার পর থেকে দেশে ও দেশের বাইরে তাকে চিকিৎসা করানো হয়েছে। সর্বশেষ গত জানুয়ারি মাসে তাকে থেরাপি দেওয়া হয়েছে। এরপর থেকে অর্থাভাবে তাবিথের চিকিৎসা বন্ধ আছে।

নাঈম তুঘলিল ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে স্বল্প বেতনে চাকরি করেন। তার গ্রামের বাড়ি বরগুনা সদরে। এতদিন ধারদেনা করে কোনোভাবে ছেলের চিকিৎসার খরচ যোগাতে পারলেও এখন আর পারছেন না তিনি।

এ অবস্থায় ছেলের চিকিৎসা চালিয়ে নিতে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে সহায়তা চেয়েছেন নাঈম।

সহায়তা পাঠানোর ঠিকানা- মো. নাঈম তুঘলিল, হিসাব নম্বর: ৪০৩৩৫৩৭৩২৩৩০০, এবি ব্যাংক, বনানী শাখা, ঢাকা।

বিকাশ, নগদ ও রকেট: ০১৩০৮৯৬৭১৫৮।

Comments