শাহবাগ থেকে ৯ আন্দোলনকারী আটক
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাখা আন্দোলনকারীদের মধ্যে থেকে ৯ জনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার রাত ৮টার দিকে শাহবাগ থানার আশপাশ থেকে তাদেরকে আটক করা হয়।
চাকরিতে প্রবেশ ও অবসরের বয়স বাড়ানোসহ ৩ দফা দাবিতে আজ শনিবার দুপুর থেকে প্রায় ৬ ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন চাকরিপ্রত্যাশীরা। পরে রাত ৮টার দিকে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
'চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের' যুগ্ম আহ্বায় জেরিন আফরিন দ্য ডেইলি স্টারকে বলেন, পুলিশ ছত্রভঙ্গ করে দেওয়ার পর আন্দোলনকারীদের একটি দল শাহবাগ থানার আশপাশে অবস্থান নিয়েছিলেন। সেখানে পুলিশ তাদের লাঠিপেটা করে ৯ জনকে আটক করে।
লাঠিপেটায় প্রায় ২০ জন আহত হওয়ার কথা জানিয়ে জেরিন বলেন, আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
শাহবাগ থানার একটি সূত্র আন্দোলনকারীদের আটকের কথা নিশ্চিত করেছেন। তারা হলেন, আব্দুর রহমান, মো. আরিফ হোসেন, আবু বক্কর সিদ্দিকী, রোকন হোসেন, মো. শরিফুল হাসান শুভ, তাসনিমুল হাসান অর্ণব, রকিবুল হাসান, মো. মামুন রশিদ রতন ও মো. জাকির হোসেন।
Comments