বিএসএমএমইউতে ভদ্রলোকের যাওয়ার পরিবেশ নেই: হাইকোর্ট

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভদ্রলোকের চিকিৎসা নেওয়ার কোনো পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন একটি হাইকোর্ট বেঞ্চ।

চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে বিএনপি নেতা আজিজুল বারী হেলালের করা একটি আবেদনের শুনানিকালে আজ সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর বেঞ্চ হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

বেঞ্চ বলেন, 'সরকার অনেক ভালো মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করেছে। কিন্তু কিছু লোকের দুর্নীতির কারণে সেখানে যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যাচ্ছে না।'

শুনানির একপর্যায়ে বিচারপতি কামরুল কাদের বলেন, তিনি এর আগে বিএসএমএমইউতে চিকিৎসার জন্য গেছেন, কিন্তু অবস্থা দেখে হতাশ হয়েছেন।

বেঞ্চ আজিজুল বারী হেলালের আবেদনের ওপর আদেশের জন্য ৮ জুন তারিখ নির্ধারণ করেছেন।

তার পক্ষে আইনজীবী নিতাই রায় চৌধুরী শুনানি করেন।
 

Comments

The Daily Star  | English

Govt plans intensive election security measures; warns YouTubers

Approximately 1,50,000 police officials will undergo special training on election duties

19m ago