বর্তমান অর্থনৈতিক ব্যবস্থার অধীনে দারিদ্র্য দূর সম্ভব নয়: ড. ইউনূস

পর্তুগালের পোর্টোর অনুষ্ঠানে পর্তুগালের প্রেসিডেন্ট মারসোলো রেবেলো ডি সুজা ও নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

পর্তুগালের প্রেসিডেন্ট মারসোলো রেবেলো ডি সুজা ও নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের মধ্যে সম্প্রতি এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রফেসর ইউনূসের সাম্প্রতিক পর্তুগাল সফরকালে গত ১২ মে পর্তুগালের পোর্টো নগরীতে অনুষ্ঠিত 'সাসটেইনেবিলিটি অ্যান্ড সোসাইটি ফোরামে' তাদের মধ্যে এই একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

সাসটেইনেবিলিটি অ্যান্ড সোসাইটি ফোরামে বিশ্ব নেতারা সবার জন্য একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন আইডিয়া নিয়ে আলোচনা করতে এবং অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত সমস্যাগুলোর সমাধানে সম্পদ সমাবেশ এবং এই উদ্দেশ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উপযুক্ত নীতি-কাঠামো প্রণয়ন করার উদ্দেশ্যে সমবেত হন। পর্তুগিজ প্রেসিডেন্ট ফোরাম উদ্বোধন উপলক্ষে পোর্টোতে আগমন করেন এবং অনুষ্ঠানে প্রফেসর ইউনূসের ভাষণ শুনেন। তিনি প্রফেসর ইউনূসের সঙ্গে একটি বিশেষ মতবিনিময় বৈঠক করতে আগ্রহ প্রকাশ করার পরিপ্রেক্ষিতে তাদের মধ্যে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রফেসর ইউনূসের সঙ্গে বৈঠকে পর্তুগিজ প্রেসিডেন্ট একটি দারিদ্র্যমুক্ত পৃথিবী নির্মাণ এবং দারিদ্র্য ও দারিদ্র্যের সঙ্গে যুক্ত বিভিন্ন সমস্যা সমাধানে উপযুক্ত অর্থনৈতিক নীতি ও কর্মপন্থা গড়ে তোলার উপায় নিয়ে আলোচনা করেন। প্রফেসর ইউনূস পৃথিবী থেকে দরিদ্র চিরতরে নির্মূল করতে প্রচলিত ধ্যান-ধারণা ও বিদ্যমান প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় পরিবর্তনের ওপর জোর দেন।

তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা নিজেই দারিদ্র্য সৃষ্টি করে এবং এই ব্যবস্থার অধীনে দারিদ্র্য দূর করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, দারিদ্র্য দরিদ্র মানুষদের দ্বারা সৃষ্ট নয়; আমরা যে অর্থনৈতিক কাঠামো তৈরি করেছি, দারিদ্র্য তারই সৃষ্টি। 

গত ১২ মে পোর্টোতে অনুষ্ঠিত সাসটেইনেবিলিটি অ্যান্ড সোসাইটি ফোরামে প্রফেসর ইউনূস মূল বক্তা হিসেবে ভাষণ দেন। ফোরামের মূল বিষয়বস্তু 'একটি টেকসই ইউরোপ নির্মাণে লক্ষ্য ও নীতি'র ওপর প্রফেসর ইউনূস ও পর্তুগিজ প্রেসিডেন্ট উভয়েই বক্তব্য রাখেন।

বক্তব্যে প্রফেসর ইউনূস মানবীয় মূল্যবোধ-কেন্দ্রিক একটি নতুন অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন এবং একটি ৩ শূন্যর পৃথিবী—অর্থাৎ একটি শূন্য বৈশ্বিক উষ্ণায়ন, দারিদ্র্য দূর করতে একটি শূন্য সম্পদ-কেন্দ্রীকরণ এবং প্রতিটি মানুষের ভেতরকার উদ্যোক্তা-শক্তি বিকশিত করার মাধ্যমে একটি শূন্য বেকারত্বের পৃথিবী গড়ে তুলতে তার '৩ শূন্য'র তত্ত্ব বিস্তারিত ব্যাখ্যা করেন।

তিনি বলেন, মুনাফা ও লোভের ওপর ভিত্তি করে গড়ে তোলা আমাদের এই সভ্যতা একটি নিশ্চিত আত্মহননের পথে এগিয়ে চলেছে। সভ্যতার এই জাহাজ দ্রুত ডুবে যাচ্ছে। এই পৃথিবীতে মানব জাতি তার অস্তিত্ব রক্ষা করতে হলে তাকে দ্রুত এই '৩ শূন্য-ভিত্তিক' একটি নতুন সভ্যতার জাহাজ নির্মাণ করে তাতে উঠে পড়তে হবে। তিনি এই সাবধানবানী উচ্চারণ করেন যে, সময় দ্রুত ফুরিয়ে আসছে; টিকের থাকার এই পরিবর্তনের জন্য আমাদের সামনে বড়জোর কয়েকটি দশক সময় আছে, কয়েকশ বছর নয়।

তার পোর্টো সফরের সময় প্রফেসর ইউনূস 'কাসা দ্য মুজিকা পোর্টো'র সহযোগিতায় একটি 'সিং ফর হোপ পিয়ানো' সৃষ্টি উপলক্ষে 'সিং ফর হোপ' আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সিং ফর হোপ অপেরা গায়িকা মনিকা ইউনূস ও ক্যামিলে জামোরা কর্তৃক সৃষ্ট একটি অলাভজনক প্রতিষ্ঠান। 'সিং ফর হোপ পিয়ানোজ' প্রজেক্টটি নিউইয়র্ক শহরের অন্যতম বৃহত্তম পাবলিক আর্ট প্রজেক্ট, যা এখন পৃথিবীর অন্যান্য নগরীগুলোতেও সম্প্রসারিত করা হচ্ছে। এই প্রজেক্টের অধীনে পিয়ানোবাদকরা চিত্রকরদের দ্বারা অনবদ্য রং করা পিয়ানোগুলো সংগীত পরিবেশনের উদ্দেশ্যে শহরের পার্ক ও অন্যান্য জনসমাগম এলাকাগুলোতে নিয়ে যান।

প্রফেসর ইউনূস তার পর্তুগাল সফরকালে ক্যাটোলিকা লিসবনে অবস্থিত 'ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার'র পরিচালক প্রফেসর ফ্রেডেরিক ফেজাসের সঙ্গে বৈঠক করেন। ক্যাটোলিকা লিসবন পর্তুগালের সবচেয়ে বিখ্যাত বিজনেস স্কুল, যা গত বছর তার ক্যাম্পাসে একটি ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠা করে। বৈঠকে প্রফেসর ফ্রেডেরিক ফেজাস সেন্টারটির কর্মপরিকল্পনা ও সর্বশেষ কর্মকাণ্ড বিষয়ে প্রফেসর ইউনূসকে অবহিত করেন।

Comments

The Daily Star  | English

Tajia procession marks holy Ashura in Dhaka amid tight security

Crowds began gathering at the site from the early hours, with many attending alongside their families and children

1h ago