দেশে ফিরলেন আরও ২৬২ সুদানপ্রবাসী

ঢাকার বিমানবন্দরে সুদানপ্রবাসী বাংলাদেশিরা। ছবি: সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে সৌদি আরবে আশ্রয় নেওয়া ২৬২ জন বাংলাদেশি বাংলাদেশে ফিরেছেন।

আজ শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা ঢাকায় এসে পৌঁছান।

বিষয়টি নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।

বিমানের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সকাল ৮টা ৪০ মিনিটে মদিনা থেকে ২৩৯ জন ও দুপুর ১২টা ৫১ মিনিটে জেদ্দা থেকে ২৩ জন দেশে পৌঁছান।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ৮ মে থেকে এখন পর্যন্ত ৪৪৯ জন বিমানের মাধ্যমে দেশে ফিরেছেন। এর মধ্যে গত ৮ মে ১৩৬ জন ও ১১ মে ৫১ জন দেশে ফেরেন।

Comments

The Daily Star  | English