রূপপুর প্রকল্পে কর্মরত রুশ নারীর মরদেহ উদ্ধার

পাবনা
স্টার অনলাইন গ্রাফিক্স

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক রুশ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

রিয়াবোভো গুলনারা (৫১) রাশিয়ার প্রতিষ্ঠান এটমসট্রয় এক্সপোর্ট (এএসই) –এ কর্মরত ছিলেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার দ্য ডেইলি স্টারকে বলেন, বৃহস্পতিবার সকালে রিয়াবোভো গুলনারা তার ঘর থেকে না বের হওয়ায় সহকর্মীদের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে, দুপুরে তার মরদেহ পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রূপপুর প্রকল্পের সাইট অফিস ইঞ্চারজ রুহুল কুদ্দুস বলেন, পুলিশ এ ঘটনার তদন্ত করছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

4h ago