নাটোর

এমপি শিমুল ও আ. লীগের সাধারণ সম্পাদক রমজানের সমর্থকদের সংঘর্ষে আহত ১০

মানচিত্রে নাটোর
মানচিত্রে নাটোর। স্টার ফাইল ফটো

নাটোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের ২ পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে নাটোর জেলা আওয়ামী লীগের সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। সেই সময় সভায় বসাকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য (এমপি) শফিকুল ইসলাম শিমুল ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

শরিফুল ইসলাম রমজান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সভায় জেলা ছাত্রলীগের সভাপতিসহ অন্যান্য নেতারা বসে ছিলেন। এর মধ্যে এমপি শিমুলের সমর্থকরা এসে হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হন।'

এমপি শফিকুল ইসলাম শিমুল ডেইলি স্টারকে বলেন, 'মূলত জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ এই ঘটনার সূত্রপাত ঘটান। তবে তেমন গুরুতর কিছু ঘটেনি। সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের উপস্থিতিতেই আমরা বিষয়টির সমাধান করে ফেলেছি। এটা তেমন বড় কোনো ঘটনা নয়।'

জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ ডেইলি স্টারকে বলেন, 'আমরা বসেছিলাম। সেই সময় এমপির লোকজন সামনে এসে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছিল। আমি তাদের বলেছিলাম, দাঁড়িয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না করে বসতে। তখন তারা আমার ওপর চেয়ার ছুড়ে মারে।'

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ ডেইলি স্টারকে বলেন, 'আওয়ামী লীগের মতবিনিময় সভায় ২ পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।'

Comments

The Daily Star  | English

JnU students, teachers call off protest after assurances

All the activities of the university will resume from tomorrow

2h ago