৯ মাস কারাভোগের পর ১৫ বাংলাদেশি জেলেকে ফেরত দিল ভারত

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে জেলেদের হস্তান্তর করে ভারতীয় পুলিশ। ছবি: সংগৃহীত

ভারতে ৯ মাস কারাভোগের পর ১৫ বাংলাদেশি জেলেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।

আজ শনিবার ভোরে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে।

গত বছরের ১৮ আগস্ট বঙ্গোপসাগরে মাছ ধরতে যায় বরগুনা ও পিরোজপুরের শতাধিক জেলে। হঠাৎ সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়লে তাদের ট্রলার ভাসতে ভাসতে ভারত সীমান্তে ঢুকে পড়ে। ৩৬ ঘণ্টা সাগরে ভেসে থাকার পর ভারতীয় জেলেরা তাদের উদ্ধার করে সেদেশের কোস্টগার্ডের হাতে তুলে দেন।

অনুপ্রবেশের অভিযোগে জেলেদের আটক করে ভারতীয় কোস্টগার্ড। পরে তাদের ৯ মাস রাখা হয় ভারতীয় কারাগারে। জেলেদের নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর বাংলাদেশের কলকাতা ডেপুটি হাইকমিশনের পক্ষ থেকে তাদের দেশে আনার উদ্যোগ নেওয়া হয়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূঁইয়া জানান, ইমিগ্রেশন পুলিশ সকল আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা জেলেদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে। অফিসিয়াল কার্যক্রম শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

2h ago