ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কায় হাওরে দ্রুত ধান কাটতে মাইকিং

ধান কাটতে রাজনগর উপজেলার কাউয়াদিঘী হাওর এলাকায় মাইকিং। ছবি: সংগৃহীত

হাওর এলাকায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা থাকায়, কৃষকদের দ্রুত বোরো ধান কাটার জন্য মাইকিং করছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ।

হাওরের প্রধান ফসল বোরো ধান দ্রুত কেটে ঘরে তুলতে মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাউয়াদিঘী হাওর এলাকায় মাইকিং করার কথা জানা গেছে। 

আজ শুক্রবার এসব এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, জমিতে পাকা ধানের ছড়া বাতাসে নুয়ে পড়েছে। কৃষকরা ধান কাটতে জমিতে চলে এসেছেন।

উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের কৃষক সাদেক মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল থেকে আমরা শুনছি মাইকিং শুরু হয়েছে। মাইকিং শুনে আমরা দ্রুত ধান কাটছি।'

তিনি আরও বলেন, 'এখন শ্রমিক সংকট আছে। এছাড়া শ্রমিকের মজুরি বেশি থাকায় ধান কাটা চলছে ধীরগতিতে। অন্যদিকে হারভেস্টার মেশিনও নেই।'

জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম ডেইলি স্টারকে বলেন, 'আমরা কাউয়াদিঘির নিম্নাঞ্চলে দ্রুত ধান কাটার জন্য মাইকিং করছি। পাঁচগাঁও, ফতেপুর ও মুন্সীবাজার ইউনিয়নে ৪টি হারভেস্টার মেশিনে ধান কাটা হচ্ছে।'

কাউয়াদিঘি হাওরের প্রায় ৭০ শতাংশ ধান কাটা হয়েছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Power grid failure causes outage across 21 districts

According to the Power Grid Bangladesh PLC, the situation has since returned to normal

6h ago