কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার সকাল ১১টার দিকে সোনার বাংলা আবাসিক হোটেল থেকে কুয়াকাটা টুরিস্ট পুলিশ মরদেহটি উদ্ধার করে।
মৃত রিপন বিশ্বাস (২৯) যশোর জেলার চৌগাছা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তিনি একটি ঢাকার আশুলিয়া এলাকায় একটি পোশাক কারখানার কর্মী ছিলেন।
টুরিস্ট পুলিশের পরিদর্শক হাসনাইন পারভেজ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রিপনের সঙ্গে হোটেলে অবস্থানরত নারীর চিৎকারে সকালে হোটেলের কর্মীরা এসে রিপনের মরদেহ দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দেয়।
রিপনের স্ত্রী পরিচয় দেওয়া ওই নারী ডেইলি স্টারকে জানান, গত বৃহস্পতিবার তারা কুয়াকাটায় বেড়াতে আসেন। আজ সকালে ঘুম থেকে উঠে রিপনকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় জানালার সঙ্গে ঝুলে থাকতে দেখেন।
টুরিস্ট পুলিশের পরিদর্শক হাসনাইন পারভেজ ডেইলি স্টারকে বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে রিপনের মরদেহ উদ্ধার করেন। স্ত্রী পরিচয় দেওয়া ওই নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
থানা-পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
Comments