কক্সবাজারে ১০ মরদেহ নিয়ে ভেসে এল ট্রলার

উপকূলে আনা ট্রলার থেকে লাশ উদ্ধার করছে ফায়ার সার্ভিস। গত রোববার দুপুরে কক্সবাজার শহরের নাজিরারটেক সমুদ্র উপকূলে। ছবি: সংগৃহীত
কক্সবাজারের নাজিরারটেকে এলাকায় ১০ জনের মরদেহসহ একটি ট্রলার ভেসে এসেছে।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকারিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ রোববার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। তারা দুপুর ৩টা ৪৫ মিনিটের দিকে উদ্ধার কাজ শেষ করেন।
মরদেহগুলোর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
Comments