নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে পা উড়ে গেছে বাংলাদেশির
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশির পা উড়ে গেছে।
আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে চেরারমাঠ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আহত সুরুত আলম (৪০) চেরারমাঠ এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, দুপুরে মিয়ানমার সীমান্ত সংলগ্ন এলাকা থেকে মাইন বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়। পরে শব্দ অনুসরণ করে খোঁজাখুঁজির এক পর্যায়ে সুরুত আলমকে আহত অবস্থায় পাওয়া যায়।
বিস্ফোরণে তার বাম পায়ের গোড়ালি উড়ে গেছে বলে জানান স্থানীয়রা।
ওসি টান্টু সাহা দ্য ডেইলি স্টারকে জানান, মাইন বিস্ফোরণে সুরুত আলম আহত হয়েছেন। তবে কী কারণে তিনি সীমান্ত এলাকায় ছিলেন সে বিষয়ে জানা যায়নি।
Comments