ঢাকা শিশু হাসপাতাল চত্বরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
রাজধানীর শিশু হাসপাতাল চত্বরে 'চোর' সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ রোববার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
শেরেবাংলা নগর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মাসুদুর রহিম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মো. মামুন (৩২) পল্লবী এলাকার চা দোকানদার ছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।
নিহতের ভাই মাসুদ রানা ডেইলি স্টারকে জানান, সকাল সাড়ে ১১টার দিকে মামুন স্ত্রী, মেয়ে ও মাকে নিয়ে শ্যামলী যান।
তিনি বলেন, 'বিকেলে ভাই সবাইকে বাসে তুলে দিয়ে হাসপাতাল এলাকায় যান প্রতিবেশী নুরুজ্জামানের অসুস্থ মেয়েকে দেখতে। হাসপাতালে ঢোকার সময় আনসার সদস্যদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়।'
'একপর্যায়ে আমার ভাই এক আনসার সদস্যের গায়ে হাত দেন। পরে আনসাররা "চোর" বলে চিৎকার করলে সেখানে কয়েকজন অ্যাম্বুলেন্স চালক আসেন এবং তারা আমার ভাইকে পিটিয়ে হত্যা করে,' অভিযোগ মাসুদের।
এদিকে শিশু হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা আব্দুল হাকিম ডেইলি স্টারকে বলেন, 'আমরা জানতে পেরেছি যে হাসপাতাল থেকে একটি সাইকেল চুরির সময় উপস্থিত জনতা ওই লোককে মারধর করে।'
শেরেবাংলা নগর থানার এসআই আল মামুন ডেইলি স্টারকে বলেন, 'নিহত ব্যক্তি মাদকাসক্ত বলে আমরা জানতে পেরেছি। তাকে পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করতে তার পরিবারের কয়েকজন সদস্য ওই এলাকায় যান। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।'
নিহত মামুনের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Comments