রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক বন্ধুত্ব-পারস্পরিক শ্রদ্ধায় গড়ে উঠেছে: পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে দেওয়া বার্তায় দেশের মানুষের শান্তি ও মঙ্গল কামনা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেন।

আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার ও টেলিগ্রামে পুতিনের বার্তা প্রকাশ করেছে ঢাকার রুশ দূতাবাস।

পুতিন তার শুভেচ্ছা বার্তায় বলেন, 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় ছুটির দিনে—স্বাধীনতা দিবসে, অনুগ্রহ করে আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন।'

'আমাদের ২ দেশের সম্পর্ক বন্ধুত্ব এবং পারস্পরিক শ্রদ্ধার ভালো ঐতিহ্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। আমি আত্মবিশ্বাসী, যে (২ দেশের) গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়টি রাশিয়া ও বাংলাদেশের জনগণের মৌলিক স্বার্থ-পূরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এটি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা গড়ে তোলার ধ্যান-ধারণার সঙ্গে সমন্বিত', যোগ করেন তিনি।

পুতিন আরও বলেন, 'আমি আপনাদের সুস্বাস্থ্য ও সাফল্য এবং আপনাদের দেশের জনগণের শান্তি ও মঙ্গল কামনা করছি।'

Comments

The Daily Star  | English

Dismissed BDR members, families block Shahbagh demanding justice

Their demands are justice for the victims of the 2009 Pilkhana massacre, reinstatement of dismissed personnel, and recognition of their grievances

29m ago