৭ বছর আগের নিয়োগ পরীক্ষার ফল ৯০ দিনের মধ্যে প্রকাশের নির্দেশ হাইকোর্টের
সমবায় অধিদপ্তরের ৮৭টি বিভিন্ন পদে নিয়োগের জন্য ৭ বছর আগে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষার ফল ৯০ দিনের মধ্যে প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
২০১৫ সালের অক্টোবর মাসে অনুষ্ঠিত ওই পরীক্ষায় অংশ নেওয়া ১৫ জনের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কাশেফা হোসেন ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ আজ এই রায় দেন।
হাইকোর্টের রায় পাওয়ার পর ৯০ দিনের মধ্যে মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করতে সমবায় অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
রিট আবেদনকারীদের আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া সাংবাদিকদের বলেন, ২০১৪ সালের ২৭ ডিসেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল সমবায় অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে পরিদর্শক, চালক ও বার্তাবাহকসহ বিভিন্ন পদে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী রিট আবেদনকারীসহ অন্যান্য প্রার্থীরা প্রথমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নেন। এই পরীক্ষার ফল এখনো প্রকাশ করেনি সমবায় অধিদপ্তর।
সমবায় অধিদপ্তরের পক্ষে শুনানি করেন আইনজীবী কাজী এরশাদুল আলম।
Comments