নদীতে পাথর তুলতে গিয়ে বালুচাপা পড়ে শ্রমিক নিখোঁজ
পঞ্চগড়ের চাওয়াই নদীতে পাথর তুলতে গিয়ে বালুচাপা পড়ে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।
রোববার বিকেলে সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের কাহারপাড়া সংলগ্ন ভারত সীমান্তঘেঁষা চাওয়াই নদীতে এই ঘটনা ঘটেছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিখোঁজ জাকির হোসেন (৩০) সাতমেরা ইউনিয়নের শিতলীহাসনা এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে সাতমেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকালে অন্যান্য শ্রমিকদের সঙ্গে জাকির হোসেন চাওয়াই নদীতে পাথর তুলতে যান। পাথর তোলার এক পর্যায়ে বিকেল ৪টার দিকে নদীতে পাথর তোলার জন্য খোঁড়া গর্তে নামলে এক পাশের বালুর ধার ভেঙে চাপা পড়েন জাকির।'
এ সময় অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে জাকিরকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে রংপুরের ডুবুরী দলকে খবর দেয়।
জানতে চাইলে পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা তুষার কান্তি রায় দ্য ডেইলি স্টারকে বলেন, 'ওই শ্রমিক যেখানে বালুচাপা পড়েছেন সেখানে ১২-১৫ ফুট গভীরতা রয়েছে। তাকে উদ্ধারে ডুবুরী প্রয়োজন। তাই রংপুরের ডুবুরী দলকে খবর দেওয়া হয়েছে।'
জাকির হোসেনকে উদ্ধারে সোমবার ভোর থেকে অভিযান শুরু হবে বলে জানান তিনি।
Comments