এনবিআর চেয়ারম্যান কি নিজেকে সম্রাট ভাবেন: হাইকোর্ট
ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের লেনদেন থেকে ভ্যাট, ট্যাক্স ও শুল্ক আদায় সংক্রান্ত প্রতিবেদন দাখিলে এনবিআর চেয়ারম্যান আদালতের আদেশ বাস্তবায়ন না করায় উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট।
এর আগে হাইকোর্ট এক আদেশে ই-অরেঞ্জের পৃষ্ঠপোষক ও বরখাস্ত হওয়া বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ এবং ই-অরেঞ্জের লেনদেনের বিপরীতে রাজস্ব আদায় বিষয়ে জানাতে স্বরাষ্ট্রসচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ বিবাদীদের নির্দেশ দেন।
কিন্তু এনবিআর চেয়ারম্যান প্রতিবেদন না দেওয়ায় বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ক্ষোভ প্রকাশ করেন।
শুনানির সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিনের উদ্দেশে আদালত বলেন, 'তিনি (এনবিআর চেয়ারম্যান) আমাদের নির্দেশ মানছেন না কেন? তিনি কি নিজেকে সম্রাট মনে করেন? তাকে ২৭ মার্চের মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে বলুন। এবার প্রতিবেদন না দিলে ডাকা হবে।'
বেঞ্চ রুলের ওপর পরবর্তী শুনানির জন্য ২৭ মার্চ দিন ধার্য করেছে।
Comments