আওয়ামী লীগ নেত্রীর মুক্তিযোদ্ধা সনদ বাতিল

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

'প্রকৃত মুক্তিযোদ্ধা নন' এমন অভিযোগ প্রমাণিত হওয়ায় নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শিরিন বেগমের সনদ বাতিল করা হয়েছে।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭৪তম সভায় তার মুক্তিযোদ্ধার গেজেট ও সনদ বাতিলের সিদ্ধান্ত হয়।

গত ৪ ফেব্রুয়ারি উপসচিব মুহাম্মদ রেহান উদ্দিনের সই করা গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তবে আজ বৃহস্পতিবার বিষয়টি জানা যায়। তার মুক্তিযোদ্ধার গেজেট নম্বর ছিল- ১৯৩১।

অধ্যাপক শিরিন বেগম নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ ছিলেন। বতর্মানে নারায়ণগঞ্জ কমার্স কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিরিন বেগমের স্বামী সামসুল ইসলাম ভূঁইয়া নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

মুক্তিযোদ্ধা সনদ বাতিল নিয়ে চাইলে শিরিন বেগম কোনো মন্তব্য করতে রাজি হননি।

নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট নুরুল হুদা দ্য ডেইলি স্টারকে বলেন, '২০১৪ সালে প্রফেসর শিরিন বেগমের নাম মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করার কথা ওঠে। ওই সময় সোনারগাঁ উপেজলার মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে শিরিন বেগমের সক্রিয় ভূমিকা থাকার বিষয়ে আপত্তি তোলেন। পরবর্তীতে কীভাবে যেন মুক্তিযোদ্ধা হিসেবে তার নাম তালিকাভুক্ত হয়। তবে তার মুক্তিযোদ্ধা সনদ বাতিল হয়েছে, এমন গেজেটের বিষয়ে এখনও আমরা অবগত নই।'

Comments

The Daily Star  | English
Exporters to get Tk 108.5 for a dollar from Aug 1

Taka gains against dollar after several years

Taka gains ground as dollar influx rises, strengthening currency after years

1h ago