দুর্নীতিতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় দ্বিতীয়, এশিয়া-প্যাসিফিকে চতুর্থ

টিআইবির সংবাদ সম্মেলন। ছবি: স্টার

দুর্নীতি ধারণা সূচক (সিপিআই) ২০২২ এ ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশ ১৪৭তম স্থানে রয়েছে।

আজ মঙ্গলবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এ তথ্য প্রকাশ করেছে।

সিপিআই অনুসারে, বাংলাদেশের স্কোর ১০০ এর মধ্যে ২৫-এ নেমে গেছে। গত বছর এই স্কোর ছিল ২৬।

টিআইবির সূচক। ছবি: সংগৃহীত

এ বিষয়ে সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, 'বাংলাদেশের সার্বিক পয়েন্ট ২৫-এ নেমে যাওয়া হতাশাজনক।'

বাংলাদেশ এখনো দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত দেশ। আফগানিস্তান এই অঞ্চলে শীর্ষস্থান দখল করে আছে।

সূচক অনুযায়ী, এশিয়া-প্যাসিফিকের ৩১টি দেশের মধ্যে চতুর্থ সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ।

Comments

The Daily Star  | English
compensation for uprising martyrs families

Each martyr family to get Tk 30 lakh: Prof Yunus

Vows to rehabilitate them; govt to bear all expenses of uprising injured

7h ago