আইন কমিশনের সদস্য হলেন সাবেক বিচারপতি মো. আবু বকর সিদ্দিকী

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. আবু বকর সিদ্দিকী। ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. আবু বকর সিদ্দিকীকে আইন কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

আজ রোববার আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, সাবেক বিচারপতি মো. আবু বকর সিদ্দিকীকে আগামী ৩ বছরের জন্য আইন কমিশনের সদস্য পদে নিয়োগ করা হয়েছে।

এছাড়া, সাবেক বিচারপতি এ টি এম ফজলে কবীরকে আইন কমিশনের সদস্য হিসেবে ৩ বছরের জন্য পুনঃনিয়োগ দেওয়া হয়েছে।

কমিশনের সদস্য পদে থাকাকালে বিচারপতি আবু বকর সিদ্দিকী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের এবং বিচারপতি এ টি এম ফজলে কবীর হাইকোর্ট বিভাগের বিচারকের প্রাপ্য বেতন, ভাতা ও অন্যান্য সুবিধাপ্রাপ্ত হবেন বলে আইন মন্ত্রণালয় জানিয়েছে।

Comments

The Daily Star  | English
 Al Bakhera killings Al Bakhera killings

Al Bakhera killings: Water transport workers call for indefinite strike

Bangladesh Water Transport Workers Federation rejects ‘sole killer’ claim, demands arrest of real culprits, safety of all workers

1h ago