সুবর্ণ এক্সপ্রেসের ভাড়া বাড়ছে ননএসিতে ৬.৫, এসিতে ১১.১১ শতাংশ

সুবর্ণ এক্সপ্রেস। ছবি: সংগৃহীত

ঢাকা–চট্টগ্রাম রুটে চলাচলরত দেশের প্রথম বিরতিহীন ট্রেন সুবর্ণ এক্সপ্রেসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।

আগামী ২৫ জানুয়ারি থেকে নতুন ভাড়া কার্যকর হবে।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিএম) মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, 'নতুন ভাড়া অনুযায়ী, শোভন চেয়ার শ্রেণির আসনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০৫ টাকা, যা আগে ছিল ৩৮০ টাকা। এ ছাড়া শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোচে আসনপ্রতি ভাড়া ৭০০ টাকা করা হয়েছে, যা আগে ছিল ৬৩০ টাকা।'

কেন ভাড়া বাড়ানো হয়েছে জানতে চাইলে তিনি বলেন, 'একই রুটের সোনার বাংলা এক্সপ্রেসের ভাড়া এত দিন সুবর্ণ এক্সপ্রেসের চেয়ে বেশি ছিল। সুযোগ–সুবিধা এক হলেও উভয় ট্রেনের ভাড়া ছিল ভিন্ন। এজন্য ভাড়াটা সমন্বয় করা হয়েছে।'

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

5m ago