ঢাবি ক্যাম্পাসে নারীকে গাড়িচাপা দেওয়া শিক্ষক জাফর শাহের মৃত্যু

চাপা দেওয়ার পর ওই নারীকে কয়েকশ গজ দূর পর্যন্ত টেনেহিঁচড়ে নিয়ে যায় প্রাইভেটকারটি। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী গাড়িচাপা দেওয়া ঢাবির সাবেক শিক্ষক আজহার ওরফে জাফর শাহ (৫৬) মারা গেছেন।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গত ২ ডিসেম্বর চারুকলা অনুষদের সামনের রাস্তায় ওই নারীকে চাপা দেওয়ার পর কয়েকশ গজ দূর পর্যন্ত টেনেহিঁচড়ে নিয়ে যায় প্রাইভেটকারটি। এ ঘটনার পর প্রাইভেটকারটি নিউমার্কেটের দিকে পালিয়ে যেতে চাইলে শিক্ষার্থীরা সেটিকে আটক করে গাড়িচালক সাবেক শিক্ষক জাফর শাহকে মারধর করেন।

কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. আল আমিন বলেন, 'কারাগারে হাজতী হিসেবে বন্দি ছিলেন তিনি। অসুস্থ হয়ে পড়লে কারাচিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

কেন্দ্রীয় কারগার থেকে কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই সাবেক শিক্ষককে হাসপাতালে নিয়ে আসেন বলে জানান ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।

জাফর শাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক ছিলেন। ২০০৭-২০০৮ সালের দিকে নৈতিক স্থলনের অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হয়।

ঘটনার দিন গাড়িচাপায় নিহত রুবিনা আক্তারের (৪৫) ভাই জাকির হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন।

 

 

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

1h ago