বিমানবন্দর সড়কে যানজটে দিনভর ভোগান্তি

রাজধানীর বিমানবন্দর সড়কে দিনভর যানজটে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। নতুনবাজার, কুড়িল, উত্তরা, বিমানবন্দর ও বনানীতে দীর্ঘ সময় সড়কে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।
বিমানবন্দর সড়ক, যানজট, ঢাকা,
বৃহস্পতিবার সকাল থেকেই সড়কগুলোতে যানবাহনের চাপ ছিল। ছবি: সাজ্জাদ হোসেন

রাজধানীর বিমানবন্দর সড়কে দিনভর যানজটে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। নতুনবাজার, কুড়িল, উত্তরা, বিমানবন্দর ও বনানীতে দীর্ঘ সময় সড়কে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।

আজ বৃহস্পতিবার সকাল থেকেই সড়কগুলোতে যানবাহনের চাপ দেখা গেছে। এর আগে, রাত ১২টার পর থেকেই সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

রাজধানীর বিভিন্ন সড়কে দেখা গেছে, যাত্রীরা যানজটের কারণে পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। বাসগুলো বিমানবন্দরের কাছাকাছি পৌঁছানোর পরর যাত্রীরা নেমে যাচ্ছেন। অনেক মোটরসাইকেলচালক রাস্তা এড়িয়ে ফুটপাত ব্যবহার করে গন্তব্যে যাচ্ছেন। বিদেশফেরত যাত্রীরা স্বজনদের জন্য বিমানবন্দরে অপেক্ষা করেছেন। যানজট নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশ সদস্যদের।

এদিকে, টঙ্গির তুরাগ তীরে বিশ্ব ইজতেমার অংশ নিতে ঢাকাসহ আশেপাশের জেলার মানুষ বাস-মাইক্রোবাসে প্রবেশ করতে শুরু করেছেন।

বিমানবন্দরে আসা যাত্রী মো. কাউছার হোসেন বলেন, 'প্রবাসী বন্ধুর সঙ্গে দেখা করতে কেরানীগঞ্জের কদমতলী থেকে সকাল ৮টায় রওয়ানা দিয়ে এয়ারপোর্ট এসেছি দুপুর ১টায়। আমার বন্ধু সকাল ৯টা থেকে এয়ারপোর্টে অপেক্ষা করছিল। আমার বন্ধু রাত ২টায় ওমান থেকে রওয়ানা দিয়ে ঢাকা এয়ারপোর্ট এসেছে সকাল সাড়ে ৭টায়। কুড়িল ফ্লাইওভার থেকেই জ্যাম শুরু। প্রায় ২ ঘণ্টা অপেক্ষা করেছি এয়ারপোর্ট রোডে। জ্যামের কারণে অসুস্থ হয়ে পড়েছি।'

আরেক যাত্রী মো. বাবুল বলেন, 'নবাবগঞ্জ সেকশন থেকে সকাল ৯টায় ভাড়া মাইক্রোবাসে পরিবারসহ এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিই। মগবাজার থেকে যানজট শুরু। সকাল ১২টায় এয়ারপোর্ট থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে এসে পৌঁছেছি। আমার ভাই দুপুর সাড়ে ১২টায় এয়ারপোর্ট আসবে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করায় পরিবারের ৪ সদস্য অসুস্থ হয়ে পড়েছে। আমাদের গাড়ি এক জায়গাতেই ১ ঘণ্টা আটকে ছিল।'

প্রজাপতি পরিবহনের চালকের সহকারী মহসিন হোসেন বলেন, 'মুগদা থেকে সকাল ৭টায় রওয়ানা দিয়ে এয়ারপোর্ট এসেছি দুপুর ১টায়। পথে ফার্মগেট থেকে মহাখালী পর্যন্ত আসতে ২ ঘণ্টা সময় লেগেছে। স্বাভাবিক সময়ে ফার্মগেট থেকে এয়ারপোর্ট আসতে সময় লাগে ২০ মিনিট, সেখানে সময় লাগলো ৫ ঘণ্টা। অনেক যাত্রী বাস থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে গেছেন। ঢাকায় অনেক ইজতেমার গাড়ি ঢুকেছে এজন্য যানজট সৃষ্টি হয়েছে। রাতে আরও খারাপ পরিস্থিতি ছিল।'

মোটরসাইকেল আরোহী শাহ আলম জানান, ইজতেমায় অংশ নিতে উত্তর বাড্ডা থেকে সকাল ১০টায় রওয়ানা দিয়ে নতুন বাজার আসতে সময় লেগেছে ২ ঘণ্টা। কখন টঙ্গী পৌঁছাতে পারব জানা নেই।'

বেসরকারি চাকরিজীবী আদনান সেজান বলেন, 'সড়কে যানজট থাকায় উপায় না পেয়ে সকাল ১১টায় নতুনবাজার থেকে পায়ে হাঁটা শুরু করি। এরপর দুপুর সাড়ে ১২টায় এয়ারপোর্ট এসে পৌঁছেছি। কোম্পানির একটি জরুরি কাজের জন্য যেতে হয়েছে। একবার বাসে উঠেছিলাম, কিন্তু ১ মিনিট পর বিআরটিসি বাস নামিয়ে দিয়েছে।'

Comments

The Daily Star  | English
Why did the Khagrachhari school reinstate a known sexual predator?

Why did the Khagrachhari school reinstate a known sexual predator?

This incident exposes the added vulnerability of young women and girls when they belong to Indigenous communities.

6h ago