সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন।

গতকাল শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার উৎমা সীমান্তের ভারতীয় অংশে এ ঘটনা ঘটে। পরে রাত ৮টার দিকে নিহতের মরদেহ বাংলাদেশ অংশ থেকে উদ্ধার করে পুলিশ।

নিহত জৈন উদ্দিন (১৮) উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের বনপুর আদর্শ গ্রামের নুর মিয়ার ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী এসব তথ্য নিশ্চিত করে বলেন, 'বিকেলে সীমান্তবর্তী গ্রামের কয়েকজন ব্যক্তি ভারতে প্রবেশ করলে খাসিয়াদের গুলিতে আহত হন জৈন উদ্দিন। তার সঙ্গে থাকা ব্যক্তিরা তাকে নিয়ে বাংলাদেশে ফিরে এলে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।'

মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এর আগে গত ২৫ ডিসেম্বর সিলেটের জৈন্তাপুর উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত হন এক বাংলাদেশি।

Comments

The Daily Star  | English

Battery-run rickshaws allowed back on Dhaka roads for one month

SC chamber judge issues status quo on HC order

3h ago