ঢাকা আজ বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহর

ঢাকার বাতাস
এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) হিসাবে আজ ঢাকার বাতাস বিশ্বে সবচেয়ে দূষিত। ছবি: স্টার ফাইল ফটো

ঘনবসতিপূর্ণ ঢাকার বাতাস বিশ্বে সবচেয়ে দূষিত বলে জানিয়েছে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই)।

আজ শনিবার সকাল ৯টা ৪ মিনিটে একিউআই স্কোর ২২১ নিয়ে ঢাকার বাতাসের মান 'খুব অস্বাস্থ্যকর' অবস্থায় আছে।

ভারতের দিল্লি ও ঘানার আক্রা যথাক্রমে ২০৩ ও ১৯৯ একিউআই স্কোর নিয়ে তালিকার পরবর্তী ২ স্থান দখল করেছে।

১০১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য 'অস্বাস্থ্যকর' বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে 'খুব অস্বাস্থ্যকর' বলা হয়।

৩০১ থেকে ৪০০ এর এর মধ্যে থাকা একিউআইকে 'ঝুঁকিপূর্ণ' বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫ ধরনকে ভিত্তি করে—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

ঢাকার বাতাসের মান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে তথ্য দেয়। এর ফলে কী ধরনের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে তা জানানো হয়।

Comments

The Daily Star  | English
Mahfuj Alam

Govt to consult with all parties before reforms

The interim government will not make unilateral decisions on the reform commissions’ reports but will finalise decisions through consultations with all political parties, said Adviser Mahfuj Alam yesterday.

4h ago