মেট্রোরেল: আগারগাঁওয়ে যান্ত্রিক ত্রুটিতে অকার্যকর ৫ ভেন্ডিং মেশিন
উদ্বোধনের পর সাধারণ যাত্রীদের জন্য মেট্রোরেল খুলে দেওয়ার শুরুতেই যান্ত্রিক ত্রুটির কারণে ভোগান্তিতে পড়েছেন তারা।
আজ বৃহস্পতিবার সকালে আগারগাঁও স্টেশনের ৬টি ভেন্ডিং মেশিনের মধ্যে ৫টিই অকার্যকর হয়ে পড়ে। ফলে মেট্রোর পাস কিনতে যাত্রীদের অনেক বিলম্ব হয়।
কর্তৃপক্ষ এখন ৪টি ম্যানুয়াল বুথ ও ১টি স্বয়ংক্রিয় ভেন্ডিং মেশিন থেকে পাস দিচ্ছে, যে কারণে এখনো আগারগাঁওয়ে যাত্রীদের দীর্ঘ লাইন রয়েছে।
এখানে কর্মরত এক স্বেচ্ছাসেবক জানান, যাত্রীরা না জেনে মেশিন ব্যবহার শুরু করার পর তা অকার্যকর হয়ে পড়ে।
মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক শীর্ষ কর্মকর্তা জানান, তারা সমস্যা সমাধানের চেষ্টা করছেন।
Comments