দায়িত্ব অবহেলার অভিযোগে চট্টগ্রামে রেলের গেটম্যান বরখাস্ত

চট্টগ্রাম
স্টার অনলাইন গ্রাফিক্স

দায়িত্ব অবহেলার অভিযোগে চট্টগ্রামের ষোলশহর দুই নম্বর রেলগেটের গেটম্যান বাবুল মিয়াকে বরখাস্ত করা হয়েছে।

রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারিক ইমরান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল বুধবার তাকে বরখাস্ত করা হলেও, বিষয়টি আজ বৃহস্পতিবার জানাজানি হয়।

তারিক ইমরান ডেইলি স্টারকে বলেন, 'বাবুল মিয়ার বিরুদ্ধে ডিউটি না করার অভিযোগ পেয়েছিলাম। সরেজমিনে গিয়ে তাকে ডিউটিতে পাইনি, তার পরিবর্তে অন্য একজন দায়িত্ব পালন করছিলেন। এজন্য তাকে তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'লেভেলক্রসিংয়ে দুর্ঘটনারোধে গেটম্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এটি জনগুরুত্বপূর্ণ কাজ। কিন্তু বাবুল মিয়া দায়িত্বে অবহেলা করছিলেন। পাশাপাশি আরেকজনকে দিয়ে নিজের দায়িত্ব পালন করাচ্ছিল। এটি গুরুতর অপরাধ।'

এ বিষয়ে জানতে চাইলে গেটম্যান বাবুল মিয়া ডেইলি স্টারকে বলেন, 'চাকরি চলে গেছে। এখন আর কিছু বলে লাভ নেই।'
নিজের পরিবর্তে অন্যজনকে দিয়ে দায়িত্ব পালনের বিষয়টি স্বীকার করেছেন তিনি।

রেলওয়ে সূত্র জানায়, দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করছিলেন গেটম্যান বাবুল। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন না করে বেতন নেওয়ার অভিযোগ করেছেন সহকর্মীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক ষোলশহর স্টেশনের এক কর্মচারী ডেইলি স্টারকে বলেন, 'স্টেশন মাস্টার ফখরুল ইসলামের সহযোগিতায় বাবুল বেপরোয়া হয়ে উঠেছিলেন। দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন না করে বেতন তুলতেন তিনি।'

এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্টেশন মাস্টার ফখরুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'বাবুল ঠিকমতো দায়িত্ব পালন করতেন না। তবে আমি তাকে কোনোভাবে সহযোগিতা করিনি।'

Comments

The Daily Star  | English

NBR moves to speed up auction of abandoned goods

About 2 lakh tonnes of imported goods left abandoned at Chattogram port alone for years

18m ago