ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতু‌তে ৩ ঘণ্টা টোল আদায় বন্ধ, ১৩ কি.মি যানজট

ঘন কুয়াশার কারণে ভোর সাড়ে ৪টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। ছবি: স্টার

টাঙ্গাইলে ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতু‌তে ৩ ঘণ্টা টোল আদায় বন্ধ থাকায় সেতুর উভয় প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

সেতুর ট্রাফিক কনট্রোল রুম সূত্র জানায়, আজ রোববার ঘন কুয়াশার কারণে ভোর সাড়ে ৪টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী দ্য ডেইলি স্টারকে জানান, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৪০ মি‌টা‌রের কম হওয়ায় সেতু‌তে দুর্ঘটনা এড়া‌তে উভয়পা‌ড়ে টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ।

এদিকে সেতুর উপর দিয়ে যানচলাচল বন্ধ থাকায় সেতুর উভয় প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ‌ফিকুল ইসলাম ব‌লেন, ঘন কুয়াশার কারণে সেতুতে টোল আদায় বন্ধ থাকায় সেতুর পূর্ব প্রান্ত থেকে কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত সংযোগ সড়কে ১৩ কিলোমিটার জুড়ে যানজট দেখা যায়।

টোল আদায় শুরু হলে সকাল ৮টার পর থেকে প‌রিবহন চলাচল শুরু হ‌য়, তিনি যোগ করেন।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টায় মহাসড়কে দীর্ঘ যানজট দেখা গেছে।

Comments