​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আজ মহান বিজয় দিবস। বাঙালির গৌরবের দিন। বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

পূর্ব দিগন্তে কুয়াশা ভেদ করে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি প্রথমে সম্মান জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ। এরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মৃতিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে সম্মান জানান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদের প্রতি।

শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে এ সময় দেওয়া হয় গার্ড অফ অনার। সশস্ত্র সালাম জানায় সেনা, নৌ ও বিমান বাহিনী। পরে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

Comments

The Daily Star  | English

NBR moves to speed up auction of abandoned goods

About 2 lakh tonnes of imported goods left abandoned at Chattogram port alone for years

18m ago