রেলওয়ের নতুন মহাপরিচালক কামরুল আহসান

রেলওয়ের নতুন মহাপরিচালক কামরুল আহসান

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) কামরুল অহসানকে রাষ্ট্রীয় পরিবহন সংস্থাটির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি ধীরেন্দ্র নাথ মজুমদারের স্থলাভিষিক্ত হবেন।

আজ বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। সেখানে বলা হয়েছে, আদেশটি ১১ ডিসেম্বর থেকে কার্যকর করা হবে।

Comments

The Daily Star  | English

Leave government before forming party

Fakhrul tells student leaders, urges them to avoid confrontational politics

19m ago